রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ হয়েছে। এবার ভোটে অশান্তির ঘটনায় শাসকদল তৃণমূলের উদ্দেশে প্রচ্ছন্ন হুমকির সুর ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, “লোকসভা ভোটে বদলা নেব। গুনে গুনে বদলা নেব।” এদিন ভোটে অশান্তির অভিযোগে কাঁথির পদ্মপুখুরিয়ায় রাস্তা অবরোধ করে বিজেপিরাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই অবরোধে সামিল হন শুভেন্দু অধিকারী। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে।
এরপর সেখানেই ভোট বাতিলের পক্ষে সওয়াল করেন শুভেন্দু। তোপ দাগেন, “ভোট লুঠ করিয়েছে পুলিশ।” হুঁশিয়ারি দেন, “তৃণমূল শেষ। লোকসভা ভোটে বদলা নেব। গুনে গুনে বদলা নেব।” প্রসঙ্গত, পুরভোটে অশান্তির প্রতিবাদে আগামিকাল, সোমবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বিজেপি। বনধের ইস্যুকে সমর্থন করেছে কংগ্রেসও।
