পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিংয়ের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানের জন্য প্রায় কুড়ি বছর আগে সেখানে একটি পার্ক ও ম্যাট তৈরি করেছিল কলকাতা পুরসভা।
এখন সেই পার্ক ও ম্যাটকে আরও আধুনিক করতে চলেছে কলকাতা পুরসভা। বর্তমানে এই পার্ক ও ম্যাটে ১৬৫ টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। প্রথমে ম্যাটের দোতলা পর্যন্ত গাড়ি পার্কিং করার সুবিধা ছিল। কিন্তু, এখন তিনতলাতেও গাড়ি পার্কিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই কাজ শেষ হয়ে গেলে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে পুরসভা সূত্রে খবর।এর ফলে গাড়ি পার্কিং করার ক্ষেত্রে মানুষের সমস্যা অনেকটাই সমাধান হয়ে বলে মনে করছে কলকাতা পুরসভা। তাছাড়া সেখানে বেশি পরিমাণে গাড়ি পার্কিং করা যাবে।
রডন স্ট্রিট এবং পার্কস্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত এই পার্ক এবং ম্যাটটি ২০০০ সালে পার্কিং সমস্যা মেটানোর জন্য তৈরি হয়েছিল। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে ম্যাটের তিনতলাকে গাড়ি পার্কিংয়ের করার ক্ষেত্রে সর্বসাধারণের জন্য চালু করা সম্ভব হয়নি। এখন এই পার্ক এবং ম্যাটটিকে সংস্কার করে তার পরিসর আরও বাড়ানোর কাজ চলছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।
বর্তমানে ১৬৫টি গাড়ি পার্কিং করার সুবিধা থাকলেও এর পরিসর বৃদ্ধি হলে আরও ৭০টি গাড়ি পার্কিং করা যাবে। অর্থাৎ এই পার্ক এবং ম্যাটে মোট ২৩৫টি গাড়ি পার্কিং করা সম্ভব হবে। এই পার্কে যে হাইড্রোলিক সমস্যার রয়েছে সেগুলি সমাধানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে।