কেন্দ্রীয় বাহিনীদিয়ে পুরভোট করার বিজেপির মামলা সুপ্রিম কোর্টে খারিজ হতেই বিজেপি-কে তীব্র নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুরভোটের প্রচারের শেষ দিনে তিনি বলেন, ‘প্রথমে হাইকোর্ট পরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাঁদের রায়ে জানিয়ে দিয়েছে , ‘এরাজ্যে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আনার কোনও প্রয়োজন নেই’।
তিনি মনে করিয়ে দেন বিগত দিনে দিনহাটা থেকে শুরু করে রাজ্যের যে যে অংশে বিজেপি দাবি মেনে সেন্ট্রাল ফোর্স আনা হয়েছিল, সেখানেই বিজেপি ধরাশায়ী হয়েছে। ফিরহাদ হাকিমের কথায়, ‘বিজেপি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা হেরে যাওয়ার ভয়ে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে বিভিন্ন বাহানা দিচ্ছে। এসব করে আসলে বিজেপি এরাজ্যে নির্বাচনকেই ভন্ডুল করতে চাইছে’।
ফিরহাদ হাকিম বলেন, ‘বারবার কোর্টের দ্বারস্থ হয়ে সেন্ট্রাল ফোর্স-সহ যে যে দাবি তাঁরা জানিয়ে আসছে, তাতে প্রথমে হাইকোর্ট পরে সুপ্রিম কোর্ট ও বুঝতে পেরেছে এটা আদপেই সঠিক দাবি নয়। সেটাই আজ আরও একবার শীর্ষ আদালতের রায়ে প্রমাণিত হয়ে গেল’। এভাবেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।
একইসঙ্গে তিনি বলেন, ‘তৃণমূল চায় সুষ্ঠ নির্বাচন হোক। সারাবছর আমরাই পাশে থাকি মানুষের। অশান্তির নির্বাচন তৃণমূল কংগ্রেস কখনও চায় না’। ফিরহাদের কথায়, বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ওরা পরাস্ত হয়েছে। সুপ্রিম কোর্টের এত সময় নেই ওদের বাহানা শোনার।