রবিবার পুরভোট । তার আগে উত্তপ্ত ফের উত্তপ্ত মুর্শিবাদ। তৃণমূল পুর প্রশাসককে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। কাঠগড়ায় বিজেপি।
মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড। সেখানে তৃণমূল প্রার্থী রোশনিহারা বিবির স্বামী তথা ধুলিয়ান পুরসভার প্রাক্তন প্রশাসক মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ করে বোমা মারে বলে অভিযোগ।
বোমার আঘাতে গুরুতর জখম হন মেহবুব। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। সামশেরগঞ্জ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।