উত্তরাখণ্ডে গাড়ি দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডে কুমায়ুনের কাছে গভীর খাদে গাড়ি পড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সুখিধাম রিতা সাহিব রোডে দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল নিয়ে পৌঁছে যায় পুলিশ। কুমায়ুনের ডিআইজি নীলেশ আনন্দ বরানে জানিয়েছেন, বিয়েবাড়ি সেরে ফেরার পথে ভোরে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক এবং আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলা থেকে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দেহ উদ্ধারের কাজ চলছে এখনও। এখনও পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে।
মঙ্গলবার ভোরের দিকে আকাশ তেমন পরিষ্কার ছিল না। কুয়াশা ছিল হালকা হালকা। পাহাড়ি রাস্তার বাঁক ধরে চলছিল গাড়িটি। হঠাৎই খাদে মধ্যে পড়ে যায় সেটি। তবে স্থানীয়রা জানিয়েছেন উত্তরাখণ্ডের দান্ডা কাকনাই গ্রাফ থেকে বিয়েবাড়ি সেরে ফিরছিল গাড়িটি।
তাতে বিয়েবাড়ির যাত্রীরাই ছিলেন। টনকপুরে বিয়েবাড়িতে গিয়েছিলেন তাঁরা সেখান থেকে ডান্ডা কাঁকনাই গ্রামে ফিরছিল গাড়িটি। সোমবার রাত ১০ টা নাগাদ নাকি দুর্ঘটনাটি ঘটে। কিন্তু পুলিশ প্রশাসন খবর পেয়েছে ভোর তিনটে নাগাদ।