তামিলনাড়ু পুরসভা নির্বাচনে বিরাট জয় পেল ডিএমকে। বাংলার মতোই তামিলনাড়ুর শাসকদল বিরোধী শিবিরকে ঠেলে দিল দূরবর্তী দ্বিতীয় স্থানে। কোনও প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বিজেপি সমর্থিত এআইএডিএমকে। এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে তামিলনাড়ুর ২১টি সিটি কর্পোরেশনে জয় হাসিল করল একইসঙ্গে সিংহভাগ পুরসভার দখলও নিল তারা।
তামিলনাড়ু নগর স্থানীয় সংস্থা নির্বাচনের ভোট গণনার শুরু থেকেই ডিএমকের বিজয়রথ এগিয়ে চলেছে। উত্তরোত্তর ব্যবধান বেড়েছে প্রধান প্রতিদ্বন্দ্বী দল এআইএডিএমকের সঙ্গে। তামিলনাড়ু নগর স্থানীয় সংস্থা নির্বাচনের জন্য ভোট গণনা মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়। তামিলনাড়ুর ২১টি পুরনিগম, ১৩৮টি পুরসভা, ৪৯০টি শহর পঞ্চায়েত এবং ৬৪৯টি শহুরে স্থানীয় সংস্থায় মোট ১২৮৩৮টি আসনে নির্বাচনের ফল প্রকাশ হল এদিন। ১৯ ফেব্রুয়ারি একক-পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোট ৭৪,৪১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
এম কে স্ট্যলিনের নেতৃত্বাধীন ডিএমকে ২১টির মধ্যে ২১টি কর্পোরেশন বা পুরনিগমেই এগিয়ে রয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে দূরবর্তী দ্বিতীয় স্থানে রয়েছে। ডিএমকে ১৩৮টি পুরসভার মধ্যে ডিএমকে ১২৩টিতে এগিয়ে রয়েছে। এআইএডিএমকে বর্তমানে ৮টি পুরসভা এবং ৪১টি শহর পঞ্চায়েতে এগিয়ে রয়েছে। দিচ্ছে, অন্যদিকে কংগ্রেস তিনটি পুরসভা, ১৫টি শহর পঞ্চায়েতে এগিয়ে রয়েছে৷ ডিএমকে বর্তমানে ২১টি পুরনিগমের ৭৭টি ওয়ার্ডে, পুরসভায় ৩০২টি ওয়ার্ডে এবং শহর পঞ্চায়েতে ১৪৪৯টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। এআইএডিএমকে দ্বিতীয় স্থানে রয়েছে। তারা পুরনিগমের ৯টি ওয়ার্ডে, পুরসভার ৯০টি ওয়ার্ডে, শহর পঞ্চায়েতের ৩৮৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস পুরনিগমের ৭টি ওয়ার্ডে, পুরসভার ১৯টি ওয়ার্ডে, শহর পঞ্চায়েতের ৭৭টি ওয়ার্ডে এগিয়ে। বিজেপি পুরসভার ১টি ওয়ার্ডে, পুরসভার ৪টি ওয়ার্ডে, ২৯টি শহর পঞ্চায়েতের আসনে এগিয়ে রয়েছে।