গবেষণার মান-এর উপর নির্ভর করে বিশ্বব্যাপী সংস্থা রিসার্চ ডট কম বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান এর যে ‘র্যাঙ্ক’ বা ‘ক্রম’ নির্ধারণ করেছে, তাতে গণিত বিভাগে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
এই তালিকা অনুযায়ী, দেশের মধ্যে প্রথম স্থানে আছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। অপরদিকে, তৃতীয় স্থানে আছে, কানপুর আইআইটি। সম্প্রতি, সংস্থার তরফে এই তালিকা ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তা পাঠিয়েও দেওয়া হয়েছে।
তাঁদের দু’জনকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, “বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ যথেষ্ট উন্নত। শুধু এই সংস্থা নয়, এর আগেও বিশ্বখ্যাত যে-সমস্ত সংস্থাগুলি এই ধরনের গবেষণা মূলক মাণ নির্ধারণ করে, সেখানেও গণিত বিভাগ এবং এই বিভাগের অধ্যাপক ডঃ মধুমঙ্গল পাল-সহ অন্যান্যরা গর্বের সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছেন।
শুধু গণিত বিভাগ নয়, রসায়ন, পদার্থবিদ্যা-সহ বিজ্ঞানের অন্যান্য বিভাগ এবং কলা ও বাণিজ্য বিভাগের মাণও যথেষ্ট ভাল। প্রথিতযশা অধ্যাপকদের হাত ধরে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে, এটাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।”
উল্লেখ্য, মোট চারটি বিষয়ের উপর এই সংস্থা ক্রম নির্ধারণ করেছে। এগুলি হল- বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স, এবং গণিত। এর মধ্যে, গণিত বিভাগে ভারতবর্ষের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত হয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগরের বিশ্ব র্যাঙ্কিং হল- ২৮০ এবং জাতীয় র্যাঙ্কিং হল- ২।
আলিগড়ের বিশ্ব র্যাঙ্কিং হল- ২২১ এবং জাতীয় র্যাঙ্কিং ১। অন্যদিকে, কানপুর আইআইটি’র বিশ্ব র্যাঙ্কিং হল- ৩৫০ এবং জাতীয় র্যাঙ্কিং ৩। মূলত, গবেষণায় ‘এইচ ইনডেক্স’ এর উপর নির্ভর করে এই র্যাঙ্কিং করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। রিসার্চ বা গবেষণার ক্ষেত্রে এই অন্যতম একটি গুণগত মান নির্ধারক সূচক। সেই সূচক বা স্ট্যান্ডার্ড অনুযায়ী ভারতবর্ষের প্রত্যন্ত জঙ্গলমহলের এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের গবেষণামূলক মাণ যে যথেষ্ট উন্নত তা বলাই বাহুল্য।
অন্যদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডঃ মধুমঙ্গল পাল এবং প্রাক্তন অধ্যাপক ডঃ মনোরঞ্জন মাইতি এই গবেষণামূলক র্যাঙ্কিং অনুযায়ী সারা দেশের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছেন। দেশের মধ্যে দশম স্থানে আছেন ডঃ মনোরঞ্জন মাইতি (বিশ্ব র্যাঙ্কিং ১১৪৪) এবং একাদশ স্থানে আছেন ডঃ মধুমঙ্গল পাল (বিশ্ব র্যাঙ্কিং ১৩৫০)।