আনিস খানের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। এই ইস্যুটিকে কেন্দ্র করেই বার বার আবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই ছাত্রনেতার মৃত্যুর তদন্তে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে আদালত। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বস্ত করেছেন, নিরপেক্ষ তদন্ত হবে। এবার ওই ঘটনার সঙ্গে জড়িতদের কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বললেন, ‘খুন যেই করে থাকুক তাঁকে গর্ত থেকে খুঁজে বের করা হবে।’
এদিন ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে ফিরহাদ বলেন, ‘খুন যেই করে থাকুক তাঁকে গর্ত থেকে খুঁজে বের করা হবে। আদালত সাজা দেবে। মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়। যে পরিবারের ছেলে মারা গিয়েছে, সেই পরিবারের সঙ্গে আমরা আছি। যখন কোনও ঘটনা ঘটে, তখন বিরোধীরা মাঠে হইহই করে। তারপর তাঁর পরিবার খাচ্ছে না কি করছে সেটা আর দেখে না।’ একইসঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, ‘মুখ্যমন্ত্রী কেবল সেই চিন্তা করেন (সংশ্লিষ্ট পরিবারের কথা ভাবেন)। পরিবারের পাশে থাকা নিয়ে তিনি বলেন। সবসময়ই আমরা ওই পরিবারের পাশে থাকব। বিরোধীরা এখন শুধু সংবাদমাধ্যম যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে।’
