আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে আন্দোলনে নেমে শহিদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউররা। এপার বাংলাতেও একুশে ফেব্রুয়ারি নিয়ে আবেগ চোখে পড়ার মতো। এই দিনকে স্মরণ করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে টুইটে মমতা লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা। মাতৃভাষার জন্য লড়াই করে যাঁরা শহিদ হয়েছেন তাঁদের কুর্নিশ জানাই। আজ ভারতে এই ভাষার বহুত্ববাদ প্রচারের প্ৰয়োজন। আমরা সব ভাষাকে ভালোবাসি। আমরা আমাদের মাতৃভাষাকে ভালবাসি।’ শেষে তিনি লেখেন, ‘ভাষা-মোদের ভালবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা।’
প্রসঙ্গত,এই দিন প্রথমে শহীদ দিবস, হিসেবে পালিত হত বাংলাদেশে। তবে ২০১০ সালের ৫ অগাস্ট রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেয় একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। মূলত, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের ঘটনাকে স্মরণ করে বিশ্বব্যাপী মাতৃভাষার অধিকার এবং সম্মানরক্ষার জন্য দিনটি বিশেষ ভাবে পালিত হয়।
রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বোলপুরের শান্তিনিকেতনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। শান্তিনিকেতনের বিভিন্ন রাস্তায় পরেছে নানা রঙের প্রলেপ। সকালে শান্তিনিকেতনে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকাদের পাশাপাশি পদযাত্রায় ছিলেন ছাত্রছাত্রীরাও। বাংলাদেশ ভবনের কাছে গিয়ে শেষ হয় সেই পদযাত্রা।