১০৮ পুরসভায় ভোটের আগে এবার ফের হিংসার শিকার তৃণমূল। শুক্রবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বাইক থামিয়ে ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত করা হল যুব তৃণমূল নেতা সহ দলীয় এক কর্মীকে। উত্তর ব্যারাকপুর পুরসভার প্রাক্তন শহর তৃণমূল সভাপতি গোপাল মজুমদারের মৃত্যুর রেশ এখনও টাটকা। এর মধ্যেই ফের আক্রান্ত তৃণমূলের নেতা-কর্মী।
শাসক দলের অভিযোগ, শুক্রবার রাতে একটি অনুষ্ঠানবাড়ি থেকে ফিরছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্র যুব সভাপতি দীপঙ্কর সাহা ও দলেরই এক কর্মী সমীর বসু। দুজনেই বাইকে ছিলেন। চালবাজার বরফ কল আসতেই কয়েকজন তাঁদের পথ আটকে দাঁড়ায়। আক্রান্তরা বলছেন, প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্রও ছিল কয়েকজনের কাছে। বাইক থেকে তাঁদের ছিটকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় দুজনেই লুটিয়ে পড়েন রাস্তায়।
পরে স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করে। দু’জনেরই জখম গুরুতর বলে জানা গেছে। দীপঙ্করবাবুর চোখে গুরুতর আঘাত লেগেছে। সমীরবাবুর জখমও মারাত্মক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির দুষ্কৃতীরাই পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে। অভিযোগ, পুরভোটের আগে বিজেপি এলাকায় সন্ত্রাস চালাচ্ছে।