উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তিন দফা ভোট গ্রহণ হয়ে গিয়েছে। বাকি আরও চার দফা নির্বাচন বাকি। রবিবারই রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ ছিল। যে কেন্দ্রগুলিতে ভোট ছিল, তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল ফিরোজাবাদ, মইনপুরী, হাথরস, কানপুর, কনৌজ, এটাহা, ঝাঁসি প্রভৃতি।
এবারের নির্বাচনে কংগ্রেস নারীশক্তির উপরই জোর দেওয়া হয়েছে। তাদের প্রচারের স্লোগান, ‘লড়কি হু, লড় সকতি হু’। নির্বাচনের দিনই ফের একবার দলিত নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে কংগ্রেসের সেই নারীশক্তির বার্তাই তুলে ধরলেন দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রবিবার তিনি উন্নাওয়ে দলিত নির্যাতিতা তরুণীর সঙ্গে গিয়ে দেখা করেন। উল্লেখ্য, নির্বাচনের ঠিক আগেই সমাজবাদী পার্টির প্রাক্তন মন্ত্রীর ছেলের রাজোল সিংয়ের জমি থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়।
রবিবার প্রিয়াঙ্কা গান্ধী উন্নাওয়ের নির্যাতিতার বাড়িতে গিয়ে দেখা করেন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘ওনারা সাহায্য চান না, বরং সুবিচার চান’। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণ বিবরণ জেনে তিনি বলেন, ‘পরিবারে তরফে বলা হচ্ছে যে তাদের কাছে যে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে, তা ভুয়ো। দু’বার ময়নাতদন্ত করা হয়েছে, দু’বারের রিপোর্টেই ভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। পরিবারের দাবি, গোটা ঘটনার সঙ্গে কয়েকজন পুলিশকর্মীও জড়িত’।