আগেই জানা গিয়েছিল, বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি— রাজ্যের এই চার পুরনিগমের মেয়র কারা হবেন, তা নিয়ে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শুরু হয়েছে দলের জাতীয় কর্মসমিতির বৈঠক।
এদিন ৪টে ৩০ মিনিট নাগাদ কালীঘাটে তৃণমূলের বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই শুরু তৃণমূলের হয় জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক। এদিন ৪ পুরনিগমের মেয়রের পাশাপাশি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদের পাশাপাশি মুখপাত্রদের নাম ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে৷ দু’জন হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনটাই খবর তৃণমূল সূত্রে।
