এবার পুরনির্বাচনে তৃণমূলের গোঁজ প্রার্থীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে, বৃহস্পতিবার তৃণমূলসূত্রে এমনই জানানো হয়েছে। এমনকী বহিষ্কৃতরা নির্বাচনে জিতলেও তাদের দলে ফেরানো হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থীতালিকা নাট্যের পরে জেলায় জেলায় প্রায় সব পুরসভায় একাধিক ওয়ার্ডে ২ জন করে তৃণমূল প্রার্থী। দলের টিকিট না পেয়ে কেউ হয়েছেন জোড়া পাতা, কেউ আপেল, কেউ আবার হয়েছেন টিউবওয়েল। এর আগে নির্দল প্রার্থীদের ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ালে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার পর বেশ কয়েকটি জেলায় নির্দল প্রার্থী ও তাঁদের সমর্থক তৃণমূল নেতাদের বহিষ্কার করেছে জেলা নেতৃত্ব। কিন্তু তাতে কাজের কাজ হয়নি। এবার হুঁশিয়ারি দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে নির্দল প্রার্থীরা ভোটের ময়দান থেকে সরে না দাঁড়ালে কড়া পদক্ষেপ করবে দল। তবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনা আর নেই। তবে প্রচার ও অন্যান্য গতিবিধি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
