দীর্ঘ বাম-দুর্গ ভূপতিত। শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তিন হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গৌতম দেবকে শিলিগুড়ির পরবর্তী মেয়র হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই বিপুল জয়ের পর আপ্লুত গৌতম দেব জানালেন, “একটা বৃত্ত সম্পূর্ণ হল। সারা রাজ্যে নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের ধারা বয়ে গেলেও শিলিগুড়িতে কেন তা হচ্ছে না তা নিয়ে একটা খারাপ লাগা ছিল। শিলিগুড়িতে জয় কেন অধরা তা নিয়ে একটা চিন্তা ছিল । কিন্তু এবার বৃত্ত সম্পূর্ণ হল। মমতাদি আমার জীবনের আদর্শ । আমার ধ্রুবতারা। শিলিগুড়ির উন্নয়ন নিয়ে দিদির স্বপ্নকেই আমি পূরণ করতে চাই।”
পাশাপাশি তিনি জানান, “শিলিগুড়ির মানুষের উন্নয়নের জন্য প্রচুর কাজ করতে হবে। যেমন পানীয় জলের ব্যবস্থা করা। প্রত্যেক বাসিন্দার জন্য বিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। যে সকল মানুষের পায়ের তলায় মাটি নেই, মাথার উপরে ছাদ নেই তাদের সঠিক আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ির নিকাশি ব্যবস্থার সুবন্দোবস্ত করতে হবে। এখানকার নিকাশি ব্যবস্থা মোটেই ভালো নয়। এটা এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা। সে দিকে আমাদের নজর থাকবে। ট্রাফিক এখানে আর একটা বড় সমস্যা। যানবাহনের গতি বাড়াতে হবে । রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। সবমিলিয়ে শিলিগুড়িকে একটি প্রাণবন্ত শহর তৈরি করতে হবে সে যাতে আবার তার প্রাণ ফিরে পায় সেই ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ির মানুষের কাছে জানতে চাইব, তাদের আর কী কী সমস্যা আছে। তাদের আর কী কী দাবি আছে। তার জন্য যা যা করা প্রয়োজন, সকলের কথা শুনে সেসব কাজ করা হবে। একতরফা সিদ্ধান্তে নয়, শিলিগুড়ির উন্নয়ন হবে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে।”