এবার জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নেব। দিল্লীতে বিজেপির একাধিপত্য আমরা নষ্ট করে দেব। এবার ঠিক এই ভাষাতেই গেরুয়া শিবিরকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন টিআরএস প্রেসিডেন্ট তথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। শুক্রবার যশবন্তপুরের একটি বড়সর সমাবেশে কেসিআর রীতিমতো হুঁশিয়ারি দেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তেলেঙ্গানার আবেগ নিয়ে যেন মোদী না খেলেন সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। পরিষ্কার জানিয়ে দেন, পৃথক রাজ্যের মর্যাদা লাভের জন্য দীর্ঘ লড়াই চালিয়েছেন বাসিন্দারা। যদি কেউ এ নিয়ে অন্তর্ঘাত করতে চায় তবে তিনি বাঁচার পথ পাবেন না। কেসিআরের হুঁশিয়ারি, মোদীকে গদি থেকে নামানোর ক্ষমতা টিআরএস রাখে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টিআরএস অনেক লড়াই লড়েছে। জয়ও ছিনিয়ে এনেছে। যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন ও আমাকে জাতীয় রাজনীতিতে পাঠান তবে দিল্লির ওই একছত্র ক্ষমতা আমি ভেঙে দেব। এদিকে জনতার কাছ থেকেও তিনি সম্মতি আদায় করার চেষ্টা করেন। তিনি চিৎকার করে বলেন, আপনারা কি আমাকে জাতীয় রাজনীতির ময়দানে পাঠাতে চান? সভায় থাকা জনতা সমস্বরে সম্মতি জানিয়েছেন। তিনি বলেন, আমি তেলেঙ্গানার বাঘ। বিজেপির ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। তিনি বলেন, বিজেপি নেতারা আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে ভষ্ম হয়ে যাবে।
