‘প্রধানমন্ত্রী, নিতীশ কুমারের কোনও পরিবার নেই। তাই তাঁরা পরিবারের মানেই বোঝেন না। প্রার্থনা করুন যেন তাঁরা শীঘ্রই সন্তানলাভ করতে পারেন।’ প্রধানমন্ত্রীর পরিবারতন্ত্র মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এমন জোরালো ভাষাতেই আক্রমণ করলেন রাষ্ট্রীয় জনতা দলের মূল কাণ্ডারি লালু প্রসাদ যাদব।
লালু প্রসাদের ভাষায়, ‘নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী মোদির সন্তান না হলে আমি কী করতে পারি? নীতীশ কুমারের একটি ছেলে আছে কিন্তু তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন। আমি কী করতে পারি? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁরা যেন এমন সন্তান পায় যারা তাঁদের মতো করে ‘পরিবারবাদে’ লিপ্ত হতে পারে।’
উল্লেখ্য, গত বুধবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন শুরুর ঠিক আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি জাতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, ‘আমি সমাজের জন্য, কিন্তু আমিই আমি যখন নকল সমাজতন্ত্র বলি, সেটা হল ‘পরিবারবাদ’। আপনি কি লোহিয়ার পরিবারকে কোথাও দেখেছেন? তিনি ছিলেন প্রকৃত সমাজতান্ত্রিক। আপনি কি জর্জ ফার্নান্দেসের পরিবারকে দেখেন? তিনিও সমাজবাদী ছিলেন।
নীতীশবাবু, তিনি আমাদের সঙ্গে কাজ করছেন, তিনিও একজন সমাজতান্ত্রিক। আপনি কি তার পরিবারকে কোথাও দেখতে পাচ্ছেন? এদিন তিনি পরিবারবাদ প্রসঙ্গে আরও বলেন, ‘একটি পরিবার যখন দীর্ঘ কয়েক প্রজন্ম ধরে একটি রাজনৈতিক দল পরিচালনা করে, সেটা আর গণতন্ত্রের ভিত থাকে না সেটা ক্রমে রাজবংশে পরিণত হয়।
আপনারা জম্মু-কাশ্মীরে দেখেছেন যে কীভাবে দুটি প্রধান দল দুটি পৃথক পরিবার দ্বারা পরিচালিত হয়। আপনি হরিয়ানা, ঝাড়খণ্ড, ইউপি এবং তামিলনাড়ুতেও রাজনৈতিক দলে এই একই প্রবণতা দেখতে পাবেন। বংশবাদী রাজনীতি হল গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু।