নাগাল্যান্ডে রইল না কোনও বিরোধী দল। এটিই এখন ভারতের একমাত্র রাজ্যে পরিণত হয়েছে যার রাজ্য বিধানসভায় কোনো বিরোধী দল নেই। বুধবার নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) বিধায়ক ওয়াইএম ইয়োলো কনিয়াক ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে এখানকার রাজ্য সরকার একটি সর্বদলীয় সরকারে পরিণত হয়েছে।
মুখ্যমন্ত্রী নেফিউ রিও, তার মন্ত্রিসভার সহকর্মীরা এবং ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ইউডিএ) চেয়ারম্যান টি.আর. জেলিয়াং শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নাগাল্যান্ডের সমস্ত শাসক ও বিরোধী দলগুলি কেন্দ্র ও নাগা সংগঠন এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নাগা রাজনৈতিক ইস্যুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রথম বিরোধী-হীন, সর্বদলীয় জোট সরকার গঠনের পাঁচ মাস পরে এই ঘটনাটি ঘটল।
এদিকে ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হতে চলেছে। সবমিলিয়ে মোট সাত দফায় এই রাজ্যে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় মোট ৫৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে এবং এই কেন্দ্রগুলি মোট ১১ টি জেলায় ছড়িয়ে রয়েছে। যে সমস্ত জেলায় ভোটগ্রহণ হবে সেগুলি হল – মুজফফরনগর, মেরঠ, বাগপত, গাজিয়াবাদ, শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, বুলন্দশহর, আলিগড়, আগ্রা এবং মথুরা। সকাল সাতটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
রাজ্যের প্রধান বিরোধী দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ), যা নাগাল্যান্ডের ২৫ জন বিধায়ক নিয়ে রাজ্যের বৃহত্তম দল হয়ে উঠেছে তারা গত বছরের জুলাই মাসে নেফিউ রিও-এর নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স (পিডিএ) সরকারে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছিল।
গত বছর পাঁচ দফা প্রস্তাবের সঙ্গে জড়িত রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা নাগা শান্তি নিয়ে আলোচনা করবে এবং শীঘ্রই একটি রাজনৈতিক সমাধান খুঁজে পাবে।।
তারা মীমাংসার জন্য একসঙ্গে দাঁড়ানোর সংকল্পও করেছিল এবং সকল নাগা রাজনৈতিক দলকে ঐক্য ও পুনর্মিলনের জন্য প্রচেষ্টা করার জন্য আবেদন করেছিল। আর আগেও দুবার উত্তর-পূর্বের রাজ্যে সর্বদলীয় সরকার হবে।
২০১৫ সালে এই ধরনের প্রথম সরকার দেখা গিয়েছিল যখন বিরোধী কংগ্রেসের আটজন বিধায়ক তৎকালীন ক্ষমতাসীন নাগা পিপলস ফ্রন্টের সঙ্গে জোট করে নিয়েছিল। দ্বিতীয়বার যখন গত বছর সব দল একত্রিত হয়েছিল। তবে গত দু’বার জোটের অন্য দলগুলোর সরকারে মন্ত্রী হিসেবে সদস্য পদ ছিল না। নাগা গ্রুপ ১৯৯৭ সাল থেকে কেন্দ্রের সঙ্গে যুক্ত রয়েছে এবং ৩ আগস্ট, ২০১৫-এ ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করে।