বাম জমানায় ৩৪ বছরেও যা হয়নি এবার তা-ই হবে রাজ্যে। আজ, বৃহস্পতিবার রাজ্যের উদ্বাস্তু পরিবারের সদস্যদের হাতে জমির মালিকানা-পত্র বা দলিল তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক দশকের মধ্যে রাজ্যে উদ্বাস্তু পরিবারগুলিকে জমির মালিকানা-পত্র দেওয়ার এত বড় আয়োজন হয়নি।
এদিন নেতাজি ইন্ডোরে উদ্বাস্তুদের জমির মালিকানা-পত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উদ্বাস্তুদের জন্য বনহুগলিতে আবাসন নির্মাণ করা হয়েছে। ২৬১টি কলোনিকে নতুন করে জমির পাট্টা দিলাম। উদ্বাস্তুদের নিয়ে অনেক আন্দোলন করেছি
মতুয়াদের নিয়ে অনেকে রাজনীতি করেছে। কিন্তু আমি তাঁদের জন্য ভেবেছি। তারাও আগামী দিনে নিঃশর্ত জমির পাট্টা পাবেন। তিনি এ-ও জানান যে, রাজ্যে মোট ৫২ হাজার উদ্বাস্তুদের স্বীকৃতি দেওয়া হয়েছে। চা শ্রমিকদের জন্য বাড়ির ব্যবস্থা করেছি।
মমতা আরও বলেন, ভোটের জন্য ভোটপাখি কোয়েল-দোয়েলদের নিয়ে আসে। ভোট মিটলেই নোটবন্দী নিয়ে কথা নেই, মানুষ মারা গিয়েছে কাউকে চাকরি দেয় না। নির্বাচন আসলেই সাধুর পোশাক পরে টিভির সামনে বসে যায়। তাঁর অভিযোগ, বিজেপি নিজেদের স্টেট বলে উত্তরপ্রদেশকে বেশি টাকা দেয়, আমরা অনেক টাকা পাই, কিন্তু দেয় না। আর বলে সব করে দিয়েছি। তিনি এ-ও বলেন যে, ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে প্রাথমিকে স্কুল খোলার ভাবনা রয়েছে, যদি না করোনার নতুন রুপ আসে।