গত রবিবার তুষারপাতের সময় নিখোঁজ হয়ে যান সাতজন ভারতীয় সেনা। খবর মিলতেই তুষারধসে হারিয়ে যাওয়া ওই জওয়ানদের খুঁজে বের করার জন্য রীতিমতো জোর কদমে শুরু হয় তল্লাশি। কিন্তু অনেক চেষ্টার পরও হল না শেষরক্ষা। অরুণাচলের তুষার ধসের বলি হতে হয়েছে ওই সেনা জওয়ানদের। মঙ্গলবার তাঁদের সকলের দেহ উদ্ধার করা হয়।
সেনাদের এই মর্মান্তিক মৃত্যুতে এবার গভীর শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন তিনি। টুইটারে মমতা লিখেছেন, ‘অরুণাচল প্রদেশে তুষারঝড়ের মধ্যে কর্মরত অবস্থায় আমাদের ৭ জন সাহসী জওয়ানের দুর্ভাগ্যজনক মৃত্যুর কথা জেনে গভীরভাবে দুঃখিত। আমাদের জওয়ানরা নিঃস্বার্থভাবে আমাদের সুরক্ষা এবং নিরাপত্তা প্রদান করে থাকে। জওয়ানদের আমার স্যালুট। তাঁদের পরিবার এবং সহকর্মীদের প্রতি রইল আমার গভীর সমবেদনা’।
