কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে তোলপাড় গোটা দেশ। এরই মধ্যে এবার পোশাক নিয়ে মহিলাদের অসম্মান ও হেনস্থার বিরুদ্ধে মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। কর্ণাটকে ছাত্রীর হিজাব পরা নিয়ে হিন্দুত্ববাদীদের তাণ্ডবের প্রেক্ষিতে টুইট করে তিনি সাফ জানিয়ে দিলেন, বিকিনি, ঘোমটা, হিজাব বা জিনসের মধ্যে কোনটা পরবেন, তা মহিলারাই ঠিক করবেন। প্রিয়াঙ্কার মতে, কে কী পরবে তা ব্যক্তিগত বিবেচনার বিষয়৷ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, পোশাক পরার স্বাধীনতা ভারতীয় সংবিধানেই লেখা আছে। সেখানে কারও হস্তক্ষেপ করার নেই। তাই মহিলাদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী৷
আজ, বুধবার প্রিয়াঙ্কা টুইটে লিখেছেন, ‘বিকিনি হোক, ঘোমটা হোক, জিন্স হোক বা হিজাব হোক, একজন নারী কী পরতে চান তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে কেবল তাঁরই। এই অধিকারটি ভারতীয় সংবিধানে নিশ্চিত করা হয়েছে। তাই পোশাক নিয়ে মহিলাদের অসম্মান ও হেনস্থা করা বন্ধ করুন।’ টুইটের সঙ্গে একটি বিশেষ হ্যাশট্যাগও জুড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা, ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ।’ সম্প্রতি উত্তরপ্রদেশে ভোট প্রচারের সময়ে এই স্লোগানটিই হাতিয়ার করেছেন প্রিয়াঙ্কা। নারীশক্তির ওপর তিনি যে বিশেষ রকম জোর দিচ্ছেন, তা বুঝিয়েছেন বারবারই। এবার হিজাব বিতর্কের ইস্যুটিও সেই সঙ্গে জুড়ে নিলেন তিনি।
