ভোট বাজারে ক্রিমিনাল, মাফিয়া, দাঙ্গাবাজ এসব শব্দ ফের আমদানি হয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। দুষ্কৃতীমূলক অভিযোগ রয়েছে এমন ৯৯ জনকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এবার এমনই অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
গত ২৫শে জানুয়ারি অখিলেশ যাদব টুইট করে জানিয়েছিলেন, বিজেপির ১৯৫ জন প্রার্থীর মধ্যে ৮২ জন বিজেপির টিম ক্যাপ্টেন যোগী ও ভাইস ক্যাপ্টেন কেশব প্রসাদ মৌর্যর। দিল্লী টিম এবার তাদের সম্মানে লখনউয়ের জায়গায় লখিমপুর খেরিকে রাজধানী ঘোষণা করবে।
অখিলেশের দাবি, মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এতগুলো রয়েছে যে আইপিসি সেকশনও অত নেই। অন্য টুইটে তিনি লিখেছেন, বাবাজির ব্রেকিং নিউজ। ক্রিমিনাল ইমেজের প্রার্থীর সেঞ্চুরি করতে একজন কম পড়েছে। মাত্র ৯৯ জন পেয়েছে বিজেপি।