বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীতালিকা প্রকাশ হতেই মণিপুরে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকরা। পুড়ল প্রধানমন্ত্রীও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুতুল। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে ক্ষোভ প্রকাশ করলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি বিচার করে রাজ্য বিজেপি সদর দফতরের বাড়ান হল নিরাপত্তা।
মোট ৬০ সদস্যের রাজ্য বিধানসভায় বিজেপির প্রার্থীতালিকা ঘোষণা করার পরই ক্ষোভে ফেটে পড়েন দলের সমর্থকরা। তাদের দাবি বিজেপি সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং লড়াই করছেন তার পুরনো কেন্দ্র হেইগ্যাং আসনে থেকেই। কিন্তু দলের বহু নেতা যারা এবার টিকিট পাবেন বলে মনে করেছিলেন তাদের হতাশ করেছে দল। অনেকে প্রার্থীতালিকা দেখার পর দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন। দলীয় সূত্রে খবর, কংগ্রেস থেকে আসা নেতাদের টিকিট দিয়েছে দল। আর বাদ পড়েছেন মাঠে ময়দানে কাজ করা নেতারা।
কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন এমন ১০ নেতাকে টিকিট দিয়েছে বিজেপি। ২০১৭ সালের নির্বাচনে রাজ্যে বিজেপি পেয়েছিল ২১ আসন। সেবার ছোট দল ও নির্দলদের সঙ্গে নিয়ে সরকার গঠন করে বিজেপি। ওইসব জেতা বিধায়কদের মধ্যে এবার ১৯ জনকে টিকিট দেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও ক্ষোভ তৈরি হয়েছে জোটে। এবার বিজেপি প্রার্থীতালিকায় রয়েছেন মাত্র ৩ মহিলা প্রার্থী ও একজন মুসলিম প্রার্থী। রাজ্যের প্রাক্তন কংগ্রেস প্রধানকেও টিকিট দিয়েছে বিজেপি।