কিছুদিন আগেই কাঁথিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, ‘কোন জোঁকের মুখে কোন নুন দিতে হবে তা আমার জানা আছে। কোনটায় টাটা নুন আর কোনটায় দাদনপাত্র বাড়ের নুন, কখন কী ভাবে দিতে হবে, তা খুব ভাল করে জানা আছে।’ এবার তারই পালটা দিলেব তৃণমূল নেতা শেখ সুফিয়ান। শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি বলেন, ওঁ তো দেশি ছেলে, তাই দেশি নুন ব্যবহার করে। আমরা টাটা নুন দেব।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে এপিসেন্টার ছিল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের বয়ালেই ২৭মার্চ প্রথম দফা নির্বাচনে তিন তৃণমূলকর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই হামলায় গুরুতর জখম হন মমতার এক সৈনিক রবীন মান্না। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসার সবরকম ব্যবস্থা করলেও জখম হওয়ার ১৪ দিন পর মৃত্যু হয় রবীনের। তাঁর মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করেই নন্দীগ্রামের বিধায়ককে তীব্র আক্রমণ করেছেন মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ান।
দলীয় একটি অনুষ্ঠানে এসে নাম না করে শুভেন্দুর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওঁ তো দেশি ছেলে, তাই দেশি নুন ব্যবহার করে। আমরা টাটা নুন দেব। রবীন মান্না কেন খুন হল, তার জবাব তিনি দিতে পারবেন তো? যাঁরা একদিন তাঁকে দেবতার মতো ভক্তি করতেন, তাঁরাই অত্যাচারের শিকার। শুভেন্দুবাবু যে কত প্রতিহিংসাপরায়ণ ব্যক্তি তা আমি জানি। রবীন মান্নার খুনের তদন্ত হোক। তখন কে দেশি নুন দেয় আর কে টাটা নুন ভাল বোঝা যাবে!’