রাজ্যের চার পুর নিগমের ভোট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দেশ অনুযায়ী, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি এবং চন্দননগর, এই চার পুরনিগমের। কিন্তু সেই ভোট আরও পিছিয়ে দিতে চাইছে বঙ্গ বিজেপি। এই নিয়ে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে দরবার করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
২০২২-এর শুরুতেই রাজ্যে করোনার সংক্রমণ লাগামছাড়াভাবে বাড়তে থাকায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। এই সংক্রমণের পরিস্থিতিতে চার পুরনিগমের নির্বাচনের নির্ঘণ্ট ২২শে জানুয়ারির থেকে পিছিয়ে দেওয়া যায় কি না, সেই বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলেছিল কলকাতা হাইকোর্ট।আদালতের পরামর্শ ছিল ন্যূনতম ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে পুরনিগমের নির্বাচন। তারপরেই তিন সপ্তাহ ৪ পুরনিগমের ভোটগ্রহণ পিছিয়ে দেওয়ার কথা জানায় কমিশন।হরাজ্যের করোনা পরিস্থিতির দোহাই দিয়েই এবার আরও চার সপ্তাহের জন্য পুরভোট পিছিয়ে দেওয়ার কথা বলছে গেরুয়াশিবির। এই নিয়ে সোমবারই রাজ্য নির্বাচন কমিশনে দরবার করবে পদ্ম-নেতৃত্ব।
