দেশের মধ্যে সবচেয়ে ধনী দল বিজেপি। উত্তরপ্রদেশ, পাঞ্জাব-সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির বিপুল সম্পত্তির তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে চোখ কপালে তোলার মতো সম্পত্তি রয়েছে গেরুয়া শিবিরের কাছে।
প্রসঙ্গত, দেশের নির্বাচনী সংস্কার পরামর্শদাতা গ্রুপ এডিআর-এর তথ্য অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে গোটা দেশের মধ্যে সবেচেয়ে বেশি ধনী দল বিজেপি। ২০১৯-২০ আর্থিক বছরে বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল ৪৮৪৭.৭৮ কোটি টাকা।
বিজেপির পরেই তালিকায় দ্বিতীয় স্থানে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। বিএসপি-র সম্পত্তির পরিমাণ ৬৯৮.৩৩ কোটি টাকা। তালিকায় বিএসপি-র ঠিক পরেই তৃতীয় স্থানে কংগ্রেস। ২০১৯-২০ আর্থিক বছরে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.১৬ কোটি টাকা।
২০১৯-২০ আর্থিক বছরে রাজনৈতিক দলগুলি তাদের যত সম্পত্তির হিসেব ঘোষণা করেছে তার ওপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি করেছে নির্বাচনী সংস্কার পরামর্শদাতা গ্রুপ। এডিআর-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৯-২০ সালে দেশের সাতটি জাতীয় দলের সম্পত্তির পরিমাণ ৬,৯৮৮.৫৭ কোটি টাকা। ৪৪টি আঞ্চলিক দলের ঘোষিত মোট সম্পদের পরিমাণ ২,১২৯.৩৮ কোটি টাকা।
শুক্রবার নির্বাচনী সংস্কার পরামর্শদাতা গ্রুপ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর প্রতিবেদনে দেখা যাচ্ছে, দেশের জাতীয় রাজনৈতিক দলগুলির ঘোষিত প্রায় ৭০ শতাংশ সম্পদের অধিকারীই কেন্দ্রের শাসকদল বিজেপি। ২০১৯-২০ আর্থিক বছরে এই গেরুয়া দলের সম্পত্তির পরিমাণ ৪৮৪৭.৭৮ কোটি টাকা।