পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল ছিল সংসদের গত বাদল অধিবেশন। আর এবার ঠিক বাজেট অধিবেশন শুরুর আগে নিউ ইয়র্ক টাইমস তাদের একটি রিপোর্টে দাবি করেছে, ২০১৭ সালে ইজরায়েলের সঙ্গে ভারতের যে প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তার মধ্যেই ছিল এই পেগাসাস স্পাইওয়্যার কেনার বিষয়টি। এ নিয়েই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে তিনি বলেন, ‘মোদী সরকার পেগাসাস কিনেছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, বিরোধী নেতানেত্রী, সশস্ত্র বাহিনী এবং বিচার ব্যাবস্থায় আড়ি পাতবে বলে। এটা বিশ্বাসঘাতকতা। মোদী সরকার বিশ্বাসঘাতকতা করেছে।’
এদিন কংগ্রেসের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, এনওয়াই টাইমস তাদের রিপোর্টে পেগাসাস নিয়ে বিস্ফোরক দাবি করলেও প্রধানমন্ত্রীর সচিবালয় কোনও বিবৃতি দেয়নি। এই নীরবতাই বলে দিচ্ছে কী হয়েছে। তারমধ্যেই এদিন সরাসরি মোদী সরকারকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ শানালেন রাহুল। যদিও এনওয়াই টাইমসের এই রিপোর্টের পর শনিবার দুপুর পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় সরকার যাই বলুক না কেন বাজেট অধিবেশন ফের উত্তপ্ত হতে চলেছে। ইস্যু সেই পেগাসাসই।