তামিলনাড়ুর পেরাম্বলুর জেলার ভেপ্পানথাতাইতে একটি মন্দির অপসারণের নির্দেশ দিয়ে রাজ্য মহাসড়ক বিভাগ কর্তৃক জারি করা নোটিশ বাতিল করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন মন্দিরের এক ট্রাস্টি এস পেরিয়াসামি। সেই মামলার রায়ে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিল, ঈশ্বর সর্বময়! আর তাই ঈশ্বরের অবস্থিতির জন্য নির্দিষ্ট কোনও জায়গার প্রয়োজন পড়ে না।
এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আদালত জানিয়েছে, ‘এটাই ধর্মান্ধতা, ধর্মের নামে মানুষকে বিভক্ত করার সমস্ত সমস্যার মূল কারণ।’ বিচারপতি এস বৈদ্যনাথন এবং ডি ভরথ চক্রবর্তীকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ধর্ম, বর্ণ বা জাতি নির্বিশেষে জনসাধারণের ব্যবহারের জন্য রক্ষিত হাইওয়ে সম্পত্তি দখল করতে পারে না আবেদনকারী। বিচারকরা আরও বলেন, ‘আবেদনকারী যদি ভক্তদের বিনয়গরের উপাসনার সুযোগ সুবিধা নিয়ে এতই চিন্তিত হন, তাহলে নিজের অনাদায়ী জমি বা মন্দিরের জন্য বরাদ্দ করা জমি, যদি থাকে, সেই স্থানে ঈশ্বরের মূর্তি স্থানান্তরিত করতে পারেন।’