প্রথম মোদী সরকারের আমল থেকেই বারবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে বাংলা। এবার ফের এ রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ কেন্দ্রের। দিল্লীতে প্রজাতন্ত্র দিবসের জন্য রাজ্য সরকারের তরফের পাঠানো ট্যাবলো ফের বাতিল করল কেন্দ্র। জানা গিয়েছে, এবার রাজ্যে থেকে যে ট্যাবলো পাঠানো হয়েছিল তার বিষয় ছিল নেতাজি। সেই ট্যাবলো বাতিল করেছে দিল্লী।
যদিও এই প্রথম নয়। ২০২০ সালেও বাংলার ট্যাবলো বাদ পড়েছিল দিল্লীতে। ‘কন্যাশ্রী’র মতো একটি অভিনব ও স্বীকৃতিপ্রাপ্ত বিষয় নিয়ে বানানো ট্যাবলো সেবারও গ্রহণ করেনি কেন্দ্র। এবারও যে তেমনটা হতে পারে, তা নিয়ে দিন কয়েক ধরেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, এবারও হয়তো বাংলার ট্যাবলো দেখা যাবে না রাজধানীর রাজপথে। কারণ ট্যাবলো নিয়ে পরপর চার-পাঁচটি বৈঠক হয়ে গেলেও তাতে ডাক পায়নি বাংলা। তাই ধরেই নেওয়া হচ্ছিল, এবারও প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে থাকবে না বাংলার ছাপ।
উল্লেখ্য, ২৬ জানুয়ারির এই অনুষ্ঠানের ফাইনাল ‘ড্রেস রিহার্সাল’ আগামী ২৩ জানুয়ারি। এবার প্রজাতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই বিশেষ জাতীয়তাবাদী থিম ঠিক করেছে কেন্দ্র। এই বিষয়ের উপর রাজ্য সরকার তৈরি করেছিল নেতাজিকে নিয়ে ট্যাবলো। এবার সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী, সেই কারণেই এই সিদ্ধান্ত। স্বাধীনতা আন্দোলনে নেতাজির ভূমিকা তুলে ধরতে চেয়েছিল বাংলা।
থ্রি-ডি নকশায় নেতাজির পতাকা তোলা থেকে শুরু করে রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, আজাদ হিন্দ বাহিনী, গান্ধীজির সঙ্গে নেতাজির ছবি– এইসব মিলিয়ে তৈরি হয়েছিল ট্যাবলো। চলন্ত সেই ট্যাবলোর সঙ্গে ৬৫ সেকেন্ড ‘কদম কদম বাড়ায়ে যা’ বাজবে বলেও ঠিক হয়েছিল। কিন্তু সেসব কিছুই হবে না। রাজপথের প্যারেড থেকে বাদই যাচ্ছে বাংলা। যদিও এর কারণ নিয়ে কেন্দ্রের তরফে কিছু বলা হয়নি নিশ্চিত করে।