পিছিয়ে গেল চার পুরসভার ভোট। ২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর পুরসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে তা হবে ১২ ফেব্রুয়ারি। শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।সূত্রের খবর, ১৪ ফেব্রুয়ারি গণনা হতে পারে। তবে কমিশন এখনও এই নিয়ে কোনও ঘোষণা করেনি।
কোভিডের উত্তাল পরিস্থিতিতে পুরভোট পিছিয়ে দেওয়ার মামলায় শুক্রবার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালত বলে, কমিশন বিবেচনা করে দেখুক, এই পরিস্থিতিতে চার কর্পোরেশনের ভোট চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কি না। এ ব্যাপারে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত। তারপরই আলোচনা শুরু করে কমিশন।
শনিবার সকালে কমিশনকে নিজেদের অবস্থান স্পষ্ট করে নবান্ন। চিঠি দিয়ে জানায়, পুরভোট পিছিয়ে গেলে রাজ্য সরকারের কোনও আপত্তি নেই। এরপরই কমিশন ভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয়। কমিশনের তরফে জানানো হয়েছে, আদালতকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন করে প্রচার নিয়ে কিছু সিদ্ধান্ত হয়নি। এক্ষেত্রে পূর্ব বিধিনিষেধই বজায় থাকবে বলে জানা গেছে। নিয়ম মেনেই প্রচার করা যাবে। ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে বলেও কমিশনের সচিব জানিয়েছেন। ইতিমধ্যেই কমিশন আদালতে জানিয়ে রেখেছে, বাকি ১০৮টি পুরসভার ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।