বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। অবশেষে গতকাল গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলার পর আজ সকাল থেকে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরিয়ে দিয়ে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷ কোথাও পড়ে রয়েছে খাবারের কৌটো, কোথাও আবার শিশুদের খেলনা৷ দোমোহনিতে বেলাইন হয়ে যাওয়া বিকানের এক্সপ্রেসের চারপাশের ছবিটা আজ সকালেও ছিল এ রকমই৷
রেল এবং উদ্ধারকারী দলের তরফে দাবি করা হয়েছে, ট্রেনের ভিতরে আর কোনও যাত্রীই আটকে নেই৷ তার পরই ক্রেনের সাহায্যে বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে৷ জানা গিয়েছে, কামরার নীচ থেকে চাকা, যন্ত্রাংশ খুলে বেরিয়ে এসেছে৷ এমন কি, রেল লাইনের থেকে কয়েক মিটার দূরে নয়ানজুলির মধ্যেও চাকা, যন্ত্রাংশ ছিটকে গিয়ে পড়েছে৷ আসলে দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে ট্রেনের এস ১২ কামরাটি সম্পূর্ণ উল্টে যায়৷ সবমিলিয়ে মোট বারোটি কামরা লাইনচ্যুত হয়৷
এদিন সকাল থেকে মূলত লাইন পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আজ দুপুরের মধ্যেই ওই রেলপথে ফের ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশাবাদী তাঁরা৷
দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিকে সরানোর জন্য জলপাইগুড়ি থেকে রেলের বড় ক্রেন নিয়ে আসা হয়৷ কামরার মধ্যে কোনও যাত্রী আটকে নেই, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই ক্রেন দিয়ে কামরা সরানোর কাজ শুরু হয়৷