নির্বাচনের মুখেই বড়সড় ভাঙন ধরেছে বিজেপিতে। একের পর এক মন্ত্রী-বিধায়করা দল ছাড়ছেন। এবার বিজেপির জোটসঙ্গী আপনা দলের বিধায়ক চৌধুরী অমর সিং-ও দল ছাড়লেন। এই নিয়ে তিনদিনে ১১ জন বিধায়ক যোগী সরকারের কাছে ইস্তফা জমা দিলেন। এদিকে, একের পর এক বিজেপি নেতা ইস্তফা দেওয়ায় লড়াই শুরুর আগেই সুবিধা পাচ্ছে অন্যতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি।
বিজেপি জোট ছেড়ে বেরিয়ে আসা ও বিধায়ক পদ থেকে ইস্তফার কথা ঘোষণার পরই সংবাদসংস্থাকে চৌধুরী অমর সিং বলেন, ‘এই সরকার মিথ্যাবাদী। এখানে কোনও উন্নয়ন হয়নি। আমি আজ অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছি। আমি ওনার দলেই যোগ দেব। কিছুদিন পর আরও লোকজন যোগ দেবে।” রাজ্য সরকারকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বলেও জানিয়েছেন’।
গত সপ্তাহেই জাতীয় নির্বাচন কমিশন উত্তর প্রদেশ সহ ৫ রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। এরপর মঙ্গলবার থেকেই যোগীরাজ্যে শুরু হয় ইস্তফার পালা। শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য্যের হাত ধরে সূচনা হয় তাঁর। বিজেপি ছাড়ার ঘোষণা করে তিনি জানান, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগদান করবেন।গতকালই দল থেকে ইস্তফা দেন আয়ুশমন্ত্রী ধর্মসিং সাইনি ও দারা সিং চৌহান। এছাড়া বিজেপি বিধায়ক অবতার সিং ভাদানাও বিজেপি ছেড়ে রাষ্ট্রীয় লোক দলে যোগদান করার কথা জানান। স্বামী প্রসাদ মৌর্য্যকে সমর্থন দেখিয়ে আরও তিন বিধায়কও দল ছেড়েছেন, তারাও সমাজবাদী পার্টিতেই যোগদান করতে পারেন। বিনয় শাক্য, মুকেশ ভর্মা ও বালা অবস্তিও বিজেপি ছেড়েছেন। আজ সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন একাধিক বিধায়ক।