এবার আচমকাই নবদ্বীপ ধাম স্টেশন থেকে উধাও হয়ে গেল শ্রীচৈতন্যদেবের জন্মস্থান কথাটি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন, কেন এমন হল, জানা নেই। তবে দীর্ঘদিন ধরে মনীষীর জন্মস্থান বলে উল্লেখ থাকলে তা ফের লেখা হবে। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের নতুন লেখা বোর্ডগুলিতে এই পরিচয় দেওয়া হয়নি।
প্রসঙ্গত, শ্রীচৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। সেখানকার স্টেশন নতুনভাবে সাজাতে গিয়েই বিপত্তি। নবদ্বীপ ধাম স্টেশনের নামের নতুন বোর্ডে অদৃশ্য হয়ে গিয়েছে ‘বার্থ প্লেস অফ শ্রীচৈতন্য’ লেখাটি। এতদিন রেল স্টেশনের নামের মূল বোর্ডগুলিতে ইংরেজি হরফে লেখা থাকত এই পরিচয়। সম্প্রতি অনেক বদলের ফেরে বাদ পড়েছে শ্রীচৈতন্যদেবের জন্মস্থান কথাটি। আর তাতেই ক্ষোভ দেখা দিয়েছে নবদ্বীপবাসীর মনে।
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ থেকে নিত্যযাত্রী সমিতির তরফে বিষয়টি নিয়ে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে রেলের কাছে। নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের পক্ষে জানানো হয়েছে, নবদ্বীপ ধাম স্টেশনের জন্মলগ্ন থেকেই স্টেশনের নামাঙ্কিত বোর্ডে উল্লেখ রয়েছে ওই পরিচয়।
নতুন বোর্ডে যা বাদ দেওয়া হয়েছে। এটা মোটেই সমীচীন নয় বলে তাদের দাবি। আগেও এমন ঘটনা ঘটেছে। সে বারও রেলকে জানিয়ে ঠিক করা হয়।