মঙ্গলে স্বামী প্রসাদ মৌর্য। বুধে দারা সিং চৌহানের পর বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন ধর্ম সিং সাইনি। তিনি অনগ্রসর শ্রেণির নেতা।
সাইনি চার বারের বিধায়ক। শাহরানপুরের নকুড় কেন্দ্র থেকে পরপর চার বার জিতেছেন এই নেতা। এদিন তিনিও ইস্তফা দিলেন। তিন মন্ত্রীর পাশাপাশি ইতিমধ্যে দল ছেড়েছেন আটজন বিজেপি বিধায়কো। সব মিলিয়ে উত্তপ্রদেশ নির্বাচনের আগে বড়সড় ভাঙনের মুখে পড়ছে বিজেপি। প্রতিদিন সেই ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে। যা দিল্লির নেতাদের কাছেও উদ্বেগের বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।
সাইনি এর আগে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি করতেন। ২০১৬ সালে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। তারপর ২০১৭ সালে নকুড় থেকে বিজেপির টিকিটে জেতেন এই অনগ্রসর শ্রেণির নেতা।
প্রসঙ্গত বিজেপির হাতের বাইরে থাকা ওবিসি ভোটে গত নির্বাচনে দখল কায়েম করেছিল গেরুয়া শিবির। দেড় দশক লখনউয়ের তখত থেকে দূরে ছিল বিজেপি। গত ভোটে ‘পিছলে বর্গের’ ভোট যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করার রাস্তা মসৃণ করেছিল বলেই অনেকের মত। এবার ভোটের আগে দেখা যাচ্ছে সেই অনগ্রসর শ্রেণির নেতারাই দল ছাড়ছেন। শুধু ছাড়া নয়, একেবারে লাইন দিয়ে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া শুরু করেছেন তাঁরা।