এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এক যুবককে দিয়ে জোর করে প্যান্টে কাদা পরিষ্কার করালেন মহিলা পুলিশ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, যুবকটি একটি লাল কাপড় দিয়ে কাদা পরিষ্কার করার পরে তাঁকে চড় মেরে চলে গেলেন ওই মহিলা পুলিশ। মধ্যপ্রদেশের রেওয়া এলাকার এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।
জানা গিয়েছে, মোটরবাইক চালাতে গিয়ে কাদা ছিটকে লেগেছিল ওই পুলিশকর্মীর গায়ে। কিন্তু তিনি ছাড়ার পাত্রী নন। বাইক আরোহীকে টেনে নামিয়ে তাঁর প্যান্ট পরিষ্কার করে দিতে বাধ্য করান। আর সেই ঘটনারই ৬ সেকেন্ডের ভিডিয়ো সামনে এসেছে। ভিডিয়োয় চেনা যায়নি ওই পুলিশকে। সাদা ওড়নায় ঢাকা ছিল তাঁর মুখ। ওই যুবক তাঁর প্যান্ট পরিষ্কার করে দেওয়ার পরে তিনি চড় মেরে চলে যান। পরে জানা গেছে, ওই মহিলা পুলিশকর্মীর নাম শশী কলা। তিনি হোমগার্ডের কনস্টেবল।
