অবশেষে স্ত্রী সুজাতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। সোমবার বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়ে স্ত্রী’র সঙ্গে ডিভোর্স ফাইল করলেন বিষ্ণুপুরের সাংসদ। বিগত ২০১৯ সালে বিষ্ণপুর লোকসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হন সৌমিত্র। আদালতের নির্দেশে সৌমিত্র খাঁ ওই সময় বাঁকুড়া জেলায় ঢুকতে পারেননি। তিনি জেলার বাইরে থাকলেও তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল সৌমিত্রর হয়ে পুরোদমে প্রচার করেন সর্বত্র। শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হন সৌমিত্র। তবে তারপর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কে শীতলতা শুরু হয়।
এরপর ২০২০ সালের ২১শে ডিসেম্বর সুজাতা তৃণমূলে যোগ দেন। তারপরের দিনই সৌমিত্র সংবাদমাধ্যমের সামনে জানান, সুজাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন তিনি। পরে সুজাতা বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলে তাঁকে আইনি নোটিশ পাঠান সৌমিত্র। এরপর সুজাতার সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্ক ত্যাগ করার জন্য বাঁকুড়া জেলা আদালতে হাজির হয়ে ডিভোর্স ফাইল করেন সাংসদ সৌমিত্র খাঁ। প্রশ্ন ওঠে, স্ত্রী অন্য দলে যোগ দেওয়াতেই কী সম্পর্ক ত্যাগ? সৌমিত্র খাঁ বলেন, “রাজনীতির জন্যেই তো আজ সৌমিত্র খাঁ তৈরি হয়েছে।” তবে কেন পাকাপাকি সম্পর্ক ত্যাগ, সেই বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে যান সাংসদ।