১০ ফেব্রুয়ারি থেকে উত্তর প্রদেশে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে একটি বেসরকারি বৈদ্যুতিন মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘এবারের ভোটে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের লড়াই হবে’। যোগীর এই মন্তব্য নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে উত্তর প্রদেশে।
সাক্ষাৎকারে যোগীকে প্রশ্ন করা হয়, বিজেপি কি এবার ব্রাহ্মণ ভোট পাবে? তারই উত্তরে তিনি বলেন, ‘এবারের ভোটে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের লড়াই হবে’। উত্তর প্রদেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক অনুপাত ৮০ ও ২০ শতাংশ। তাই যোগীর এই মন্তব্যে ধর্মীয় মেরুকরণের তাস খেলে হিন্দু মুসলিম সম্প্রদায়কে উস্কে দেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও যোগীর ব্যাখ্যা, রাজ্যের ৮০ শতাংশ মানুষ জাতীয়তাবাদ, সুশাসন ও উন্নয়নের সমর্থক। তাঁরা বিজেপিকে ভোট দেবেন। বাকি ১৫-২০ শতাংশ মানুষ মাফিয়া ও ক্রিমিনালদের সমর্থক। তারা চাষিদের শত্রু। এই ধরনের লোকজন ভিন্ন পথে চলবে। সুতরাং লড়াইটা হবে ৮০ শতাংশের সঙ্গে ২০ শতাংশের। পদ্মই সবাইকে পথ দেখাবে’।
এর আগে যোগী বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে তোষণের রাজনীতির কোনও স্থান নেই’। তিনি প্রশ্ন করেন, ‘২০১৭ সালের আগে সবাই কি রেশন পেত’? পরে তিনি বলেন, ‘যারা আব্বাজান বলে, তারাই শুধু রেশন পেত’। এক্ষেত্রে যোগী পরোক্ষে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কটাক্ষ করেছেন বলে পর্যবেক্ষকদের ধারণা।