আতঙ্ক কাটিয়ে অতিমারি পরিস্থিতিতে ফের রেল চলাচল শুরু হলেও ট্রেনের সময়সূচীতে বিস্তর বদল এসেছে। যার ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভবিক্ষোভ রয়েছে। মাঝেমধ্যেই তা নিয়ে অবরোধ চলে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখায়। এর পাশাপাশি অপরিচ্ছন্নতার অভিযোগও উঠছে। এবার যেমন এ নিয়েই রানাঘাট স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা।
বদলেছে লোকাল ট্রেনের সূচী। তার ওপর ট্রেনগুলিতে পরিচ্ছন্নতা বলতে কিছুই নেই। ফলে চরম অসুবিধার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। এই জোড়া ঘটনার প্রতিবাদেই শুক্রবার সকাল থেকে রানাঘাট স্টেশনে রেল অবরোধে নামলেন তাঁরা। এদিন, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অবরোধের জেরে শিয়ালদহ-রানাঘাট শাখার আপ ও ডাউন লাইনে ব্যাহত রেল চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে ট্রেন।
রেল সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টা নাগাদ রানাঘাট-শিয়ালদহ লোকাল ছাড়ত রানাঘাট স্টেশন থেকে। কিন্তু দিন কয়েক আগে তার সূচী বদল হওয়ায় ট্রেনটি এখন একই সময় ছাড়ছে লালগোলা থেকে। যাত্রীদের অভিযোগ, ভিড়ে ঠাসা ট্রেনটি রানাঘাট স্টেশনে পৌঁছে মাত্র ১ মিনিট দাঁড়ায়। যার ফলে ট্রেনে ওঠা দায় হয়ে যায়। সেইসঙ্গে অত্যন্ত অপরিষ্কারও থাকে ট্রেনটি। তাই পরিচ্ছন্ন ট্রেন এবং ওই পুরনো সময়সূচী ফিরিয়ে আনার দাবিতে শুক্রবার সকাল থেকে টানা অবরোধ করেন যাত্রীরা।