মঙ্গলবার দ্বিতীয়বার কলকাতা পুরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন ফিরহাদ হাকিম। এদিন পুরসভার লনে বিশিষ্টজনদের উপস্থিতিতে কলকাতা পুরসভার ৩৮তম মেয়র হিসেবে শপথ নেন তিনি।
এদিন শপথবাক্য পাঠ করার পর ফিরহাদ হাকিম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা করে এই বোর্ডের সদস্যদের মনোনীত করেছেন। আমাদের কাছে একটাই শপথ থাকবে, মানুষকে সেবা দেওয়া।
কলকাতাকে বিশ্বের সেরা শহর হিসেবে গড়ে তোলা।’ তিনি আরও বলেন, ‘যখন ডাকি তখন পাই- এই শব্দগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। প্রত্যেক কাউন্সিলরকে মানুষের পাশে থাকতে হবে।’
সাধারণ মানুষের প্রয়োজনে প্রতি মুহূর্তে প্রত্যেক কাউন্সিলরকে হাজির থাকতে হবে, শপথগ্রহণ মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
এদিন শপথ গ্রহণ করেন মেয়র পারিসদের সদস্যরা এবং চেয়ারপার্সনও। প্রথমে প্রোটেম স্পিকার হিসেবে রাম পেয়ারে রাম চেয়ারপার্সন হিসেবে মালা রায়কে শপথবাক্য পাঠ করান।
এরপর মালা রায় মেয়র এবং মেয়র পারিষদদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, মেয়র পারিষদের প্রথম বৈঠকে মেয়র পারিষদদের দায়িত্ব বন্টন করা হবে।