নতুন বছরেই গঙ্গাসাগর মেলা। প্রতি বছরই ভিন দেশ এবং রাজ্য থেকে বহু মানুষ আসেন এই মেলায়। সেই উৎসবের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর যাচ্ছেন।
দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য। খবর পেলেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবেন ভলান্টিয়ার্সরা। মানুষকে সচেতন করতে ১০০০টি স্বেচ্ছাসেবী সংস্থার ৬ হাজার ৫০০ জন ভলান্টিয়ার্স থাকবেন মেলায়। পাশাপাশি, নজরদারি চালাতে মেলায় থাকছে সিসিটিভি ১০৫০। অগ্নিকাণ্ড রুখতে থাকছে ২৫টি ইঞ্জিন।
তার আগে সোমবার প্রস্তুতি বৈঠক সারলেন তিনি। জানিয়ে দিলেন, মেলায় আগত পর্যটকদের জন্য অতিরিক্ত বাস, ট্রেন চলবে। তাঁদের সুযোগ-সুবিধা এবং কোভিডবিধিও নিয়েও খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তাঁর বার্তা, এবার মেলা হবে প্লাস্টিক মুক্ত।
এদিনের বৈঠকে উপস্থিত রেলের কর্তাদের সঙ্গে আলোচনার পর মুখ্যমন্ত্রী জানান, হাওড়া এবং শিয়ালদহ-নামখানায় অতিরিক্ত ট্রেন চলবে। থাকবে ৭০টি বাড়তি ট্রেন। শুধু ট্রেন নয়, বাড়তি সরকারি-বেসরকারি বাস চলবে বলেও জানান মমতা। মেলার ক’দিন চলবে ২২৫০টি বাস।
বিস্তারিত আসছে….