বছর ঘুরলেই পাঞ্জাব ভোট। তার আগে চণ্ডীগড় পুরভোটে বড় ধাক্কা খেল বিজেপি। আর কংগ্রেসের উদ্বেগ বাড়িয়ে উল্কা গতিতে উত্থান হল আপের। পাঞ্জাবের পুরভোটে প্রথমবার লড়াই করেই একক বৃহত্তম দল হল আম আদমী পার্টি। পাঞ্জাবের বিধানসভা ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেজরিওয়ালের এই ধুমকেতুর মতো উত্থান রক্তচাপ বাড়াবে কংগ্রেসের।
চণ্ডীগড় পুরসভার ৩৫টি ওয়ার্ডে ভোটগ্রহণ হয়। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভোটগণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপের দখলে ১৪টি ওয়ার্ড। বিজেপি পেয়েছে ১২টি আসন। কংগ্রেসের দখলে রয়েছে ৮টি ওয়ার্ড। শিরোমনি অকালি দল পেয়েছে ১টি। তাৎপর্যপূর্ণভাবে চণ্ডীগড়ের প্রাক্তন বিজেপি মেয়র রবিকান্ত শর্মা এবং দাভেস মুদগিল পরাজিত হয়েছেন। মুদগিল ৯৩৯ ভোটে হেরেছেন আপ প্রার্থীর কাছে। আর রবিকান্ত পরাজিত হয়েছেন ৮৮৮ ভোটে।
ফলাফল আসার পরই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত আপ নেতৃত্ব। এই জয় ‘কেজরিওয়াল মডেলে’র জয় বলে মন্তব্য করেছেন নির্বাচনের দায়িত্বে থাকা আপ নেতা রাঘব চাড্ডা। আবার দিল্লীর উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ শিসোদিয়া বলেন, ‘আপ প্রথমবার পাঞ্জাবের পুরভোটে লড়াই করছে। প্রথমবারেই আমরা ভাল ফল করেছি। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। তাঁদের ধন্যবাদ’। তবে কেজরিওয়ালের এই জয় নিঃসন্দেহে বিজেপির চেয়ে কংগ্রেসের কাছেই উদ্বেগের বলে মনে করছে ওয়াকিবহাল মহল।