মেয়র হয়ে পুর পরিষেবার ওপর কলকাতাবাসীর আস্থা বাড়াতে কলকাতা পুরসভা ‘টক টু মেয়র’ কর্মসূচী চালু করেছিলেন তিনি। যা যথেষ্ট সাফল্য পেয়েছে। এবার দ্বিতীয় দফায় কলকাতার মেয়র হতে চলেছেন ফিরহাদ হাকিম। তার আগে শুক্রবার তিনি জানিয়ে দিলেন, একইভাবে চালু থাকবে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান।
প্রসঙ্গত, আগে প্রতি শনিবার দুপুরে এই কর্মসূচী হতো। সেই অনুযায়ী আগামী ১ জানুয়ারি অষ্টম পুরবোর্ড গঠনের পর প্রথম শনিবার পড়ছে। কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকায় সেই অনুষ্ঠান হওয়া সম্ভব নয়। ফলে অনেকে মনে করছেন, আগামী বছর, ৮ জানুয়ারি, শনিবার থেকে এই অনুষ্ঠান ফের শুরু হতে পারে।
