বাড়িতে কেউ কখনও রাজনীতি করেনি। পরিবারে ‘ফার্স্ট জেনারেশন’ রাজনীতিতে তিনি। সদ্য স্নাতক হয়েছেন। স্নাতক হওয়ার পর থেকে বাড়িতেই ‘বসেছিলেন’। এখন পাড়ার সবাই মিলে তাঁকে ভোটে দাঁড় করিয়েছিলেন। আর প্রথম লড়াইতেই এল সাফল্য।
১৪১ নম্বর ওয়ার্ডে ‘নির্দল প্রার্থী’ হিসেবে জিতলেন পূর্বাশা নস্কর। ৫৩৬টি ভোটে জয়ী হয়েছেন তিনি। আর জয়ের পরই ‘নির্দল’ পূর্বাশা জানালেন, তৃণমূলে যোগ দিতে চান তিনি।
৯ নম্বর রাউন্ড গণনার পরই ‘নির্দল’ প্রার্থী পূর্বাশা নস্করকে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। জয় হাসিলের পরই পূর্বাশা সাফ বললেন, ‘অবশ্যই তৃণমূলে যোগ দেব। ছোট থেকেই ইচ্ছে ছিল যে যদি আমি রাজনীতিতে আসি… তবে তৃণমূলেই… মমতাদিকে আমি সাপোর্ট করি’।
এরপরই তিনি জানান যে, ‘এর আগে কোনও পার্টির সঙ্গে আমি যুক্ত ছিলাম না। আমাকে পাড়ার ৫টা লোক দাঁড় করিয়েছেন। এটা পুরোটাই জনতার জয়। ভোটটা আমার জিত মানে সবার জিত’।