রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা ক্ষিতি গোস্বামীর কন্যা হলেও তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র জন্য কলম ধরেছিলেন তিনি। এবার তাঁকেই পুরভোটে প্রার্থী করে চমক দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে লড়েই জয়ী হলেন বসুন্ধরা গোস্বামী। কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তিনি৷
এদিন জয়ের পর বসুন্ধরা দাবি করেছেন, বাম ভোটের একটা বড় অংশও তিনি পেয়েছেন৷ প্রায় সাড়ে চার হাজার ভোটে জয়ী হয়েছেন ক্ষিতি কন্যা৷ তাঁর দাবি, ক্ষিতি গোস্বামী রাজনৈতিক রং না দেখেই মানুষকে পরিষেবা দিতেন৷ ফলে বাম সমর্থকদের ভোটও পেয়েছেন তিনি৷ বসুন্ধরা জানিয়েছেন, মানুষের পাশে থাকাই হবে তাঁর প্রাথমিক লক্ষ্য৷
এছাড়াও ইতিমধ্যেই আরও বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ ১১৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অমিত সিং৷ ১১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল প্রার্থী কাকলি বাগ৷ ১১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তারক সিং৷ ৮৫ নম্বর থেকে জিতেছেন কলকাতা পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর এবং বিধায়ক দেবাশিস কুমার৷ ৮৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী প্রবীর মুখোপাধ্যায়৷