সম্প্রতি কৃষক আন্দোলন সফল হয়েছে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মোদী সরকার। এবার সরাসরি সংসদীয় রাজনীতিতে অংশ নিচ্ছেন কৃষকরা। ভোটে লড়বেন তাঁরা। সেই উদ্দেশে নতুন রাজনৈতিক দল তৈরি করলেন কৃষক নেতা গুরনাম সিং চারুনি। শনিবারই নতুন দলের ঘোষণা করলেন তিনি। দলের নাম সংযুক্ত সংঘর্ষ পার্টি। কৃষক নেতা জানিয়েছেন পঞ্জাব বিধানসভা ভোটে ১১৭ আসনেই লড়াই করবে তাঁর দল। তবে তিনি নিজে ভোটে দাঁড়াবেন না বলেও জানিয়েছেন। কৃষক আন্দোলন সফল হওয়ার পর নতুন দল তৈরি করে সংসদীয় রাজনীতিতে অংশ নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এক বছরের বেশি সময় ধরে দিল্লী সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিলেন চারুনি। তাঁর ডাকে হরিয়ানা-পঞ্জাব থেকে বহু কৃষক দিল্লিতে জড়োতে হয়েছিলেন। এবার সেই কৃষক নেতা চারুনির রাজনীতিতে প্রবেশের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, এমনিতেই গত কয়েক মাস ধরে পাঞ্জাবের রাজনীতি বেশ ঘটনাবহুল। কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বদল করা হয়েছে। তার পরই কংগ্রেস ছেড়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। নতুন দল তৈরি করে করে বিজেপির হাত ধরেছেন তিনি। এর মধ্যেই নতুন দল বানিয়ে ফেললেন কৃষক নেতা। তিনি অবশ্য অন্য কোনও দলের সঙ্গে হাত ধরবেন না বলেই জানিয়েছেন। ফলে বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে কিছুটা হলেও চাপে পড়ল কংগ্রেস, মনে করছে রাজনৈতিক মহল। কারণ, আপাতত কৃষক ভোট পুরোটাই বিজেপিবিরোধী। কিন্তু ক্যাপ্টেন অমরিন্দর সিং ও গুরনাম সিং চারুনি আলাদা দল তৈরি করায় সেই ভোটব্যাংকে ভাগাভাগি হতে পারে। পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানাতেও চারুনির প্রভাব মারাত্মক। বছর ঘুরলেও সেখানেও ভোট। কৃষক আন্দোলনের জেরে সে রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের গদিও টলোমলো।
