ফের বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়! ক’দিন বাদেই কলকাতা পুরভোট। তার আগেই পুরভোটের ফলাফল নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে বিজেপির অস্বস্তি বাড়ালেন জয় বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে যে সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন জয়, তাতে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নয়া জল্পনা দানা বাঁধল বঙ্গ রাজনীতিতে।
এদিন এক ভিডিও বার্তায় কলকাতা পুরভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেন জয় বন্দ্যোপাধ্যায়। নিজেকে ‘রাজনৈতিক জ্যোতিষী’ তকমা দিয়ে তিনি বলেন, ‘আগামী ১৯ তারিখ কলকাতা পুরসভার ১৪৪টি আসনে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে ৫০-৫২ শতাংশের বেশি ভোট নিয়ে ও ৯৫ শতাংশের বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পুরসভা দখল করবে। আর বিজেপি পাবে ২টি আসন। কংগ্রেসও পাবে ২টি আসন। আর সিপিএম ১টি আসন পাবে।
কেন্দ্রীয় বাহিনী না এলেও কলকাতা পুলিশের অধীনেই নির্বাচন নির্বিঘ্নে হবে বলে মন্তব্য করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কলকাতা পুলিশের অধীনে এই নির্বাচন হতে চলেছে। কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে দেখিয়ে দেবে, কী ভাবে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হয়, যা গোটা ভারতবর্ষে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’ একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে জয় বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের যোগ্যতায় দলের উপর যে প্রভাব ফেলেছেন তার থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। তিনি দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন, কাউকে ভোট দেওয়ার ব্যাপারে জোর করা যাবে না। মানুষ যাঁকে মনে করবেন, তাঁকে ভোট দেবেন। তৃণমূলের যদি কেউ মানুষকে ভোট দিতে বাধা সৃষ্টি করেন, তাহলে তাঁকে অভিষেকের রোষানলে পড়তে হবে। তাই এই নির্বাচনে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’
রসঙ্গত, ভবানীপুর উপ-নির্বাচন নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ হাজার ভোটে জিতবেন ও বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।’ তাঁর করা সেই ভবিষ্যদ্বাণী আক্ষরিক অর্থে মিলে যায়। এদিন ভিডিয়ো বার্তায় সেই প্রসঙ্গের উল্লেখ করেই নিজেকে ‘রাজনৈতিক জ্যোতিষী’ বলে আখ্যা দেন জয়।