দক্ষিণ কলকাতায় পুরভোটের প্রচারে এসে কর্মসংস্থানের আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। “আগামী দিনে আমার লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান। আর কাজের জন্য বাইরে যাওয়ার দরকার হবে না।” বুধবার বাংলায় লক্ষাধিক কর্মসংস্থানের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেউচা পাঁচামির হাত ধরে ১০০ বছরের জন্য বিদ্যুতের ব্যবস্থা হবে। দেউচা পাঁচামিতে লক্ষাধিক কর্মসংস্থান হবে।”
প্রসঙ্গত, এদিন বিনিয়োগ, শিল্পায়ন থেকে কর্মসংস্থান, এই তিন বিষয়কে একসূত্রে বেঁধে দিলেন মমতা। বেকারত্ব প্রসঙ্গে মুখমন্ত্রীর মন্তব্য, “রাজ্যে প্রায় ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। অণ্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের গড়ে তুলব। বানতলায় চর্মনগরীতে আরও ৫ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে। আগামী দিনে আমার লক্ষ্য শিল্পায়ন ও কর্মসংস্থান।” পাশাপাশি সভায় চুক্তিভিত্তিক চাকরিতেও জোর দেন মমতা। বলেন, “আর কাজের জন্য বাইরে যাওয়ার দরকার হবে না। চুক্তিভিত্তিক চাকরিতে অবহেলা করবেন না। ৬০ বছর পর্যন্ত চাকরি নিশ্চিত করেছি।”