কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম ও দলিতদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে বলে অভিযোগ। গণপিটুনিতে মৃত্যু হয়েছে একাধিকজনের। যা নিয়ে ঘরোয়া রাজনীতিতে তো বটেই, আন্তর্জাতিক স্তরে সমালোচনাও কম হয়নি। কিন্তু বুধবার এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিল, গণপিটুনিতে মৃত্যুর ঘটনার কোনও রেকর্ডই নর্থ ব্লকে নেই।
কেন্দ্রের যুক্তি, আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের এক্তিয়ারে পড়ে। রাজ্যগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) রিপোর্ট তৈরি করে। কিন্তু এনসিআরবি রিপোর্টেও গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়ে কোনও উল্লেখ নেই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। প্রাক্তন আমলা জহরবাবুর স্পষ্ট প্রশ্ন ছিল, গোটা দেশে গত পাঁচ বছরে কত জন মুসলিমও দলিতকে প্রকাশ্যে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে? রাজ্যওয়াড়ি তার হিসাব কী? কতজন অভিযুক্তের শাস্তি হয়েছে? কর্তব্যে অবহেলার জন্য কজন পুলিশের বিরুদ্ধেই বা ব্যবস্থা নিয়েছে সরকার? তাছাড়া প্রকাশ্যে পিটিয়ে খুন করা বা অত্যাচারের এহেন প্রবণতা রুখতে সরকার কি কোনও পদক্ষেপ করেছে?
এইসব প্রশ্নের লিখিত জবাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই গোটা দায় রাজ্যের ঘাড়েই ঠেলেছেন এবং বোঝাতে চেয়েছেন, রাজ্যগুলি এ ধরনের ঘটনার রেকর্ড রাখেনি বলেই কেন্দ্রের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই। জহরবাবু পাল্টা বক্তব্য, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব অস্পষ্ট। অধিকাংশ গণপিটুনির ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলিতেই ঘটেছে। তা থেকে রাজনৈতিক ফায়দাও তুলেছে ওরা। সে কথাটাও স্বীকার করার দম নেই বিজেপির’।