আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। তবে এরই মধ্যে স্বস্তি দিয়ে শনিবার আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। নতুন আক্রান্তের হার শুক্রবারের তুলনায় ৬ শতাংশ কম। পাশাপাশি, এক লাফে অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৮২ হাজার ৭৩৬। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৯৩ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭৫ হাজার ১২৮ জন।
এদিকে, দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৪১ লক্ষ ১৪ হাজার ৩৩১ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২৬৫ জন। সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ। আবার, প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৩ হাজার ২৭৭ জন। অর্থাৎ ২৪ ঘন্টায় দেড় হাজারের বেশি কমেছে তা।