একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। আর সেই লক্ষ্যে বর্ষ শেষেও চূড়ান্ত ব্যস্ত সূচী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরভোটের মধ্যেই গোয়া, আসাম, মেঘালয়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে বছরের শেষ সপ্তাহে দার্জিলিংয়েও যাওয়ার কথা রয়েছে তাঁর৷
এখনও পর্যন্ত যা সূচী, তাতে আগামী ১৩ ডিসেম্বর গোয়া যাবেন মুখ্যমন্ত্রী৷ গোয়ায় তৃণমূল সংগঠন বিস্তার করার পর এই নিয়ে দ্বিতীয় বার সেই রাজ্যে যাচ্ছেন মমতা৷ তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, এবারের সফরেও গোয়ার আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন নেত্রী৷ একই সঙ্গে গোয়ায় তৃণমূলকে ক্ষমতায় আনলে কোন কোন কাজের উল্বপরে জোর দেওয়া হবে, তাও মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন তিনি৷ গোয়ায় সুশাসন প্রতিষ্ঠা করাই যে তৃণমূলের উদ্দেশ্য, বাংলায় উদাহরণ দিয়ে তাও বোঝানোর চেষ্টা করবেন মমতা৷
জানা গিয়েছে, গোয়া থেকে ফিরে একদিন কলকাতা পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে সময় দেবেন মুখ্যমন্ত্রী৷ তারপর ২০ ডিসেম্বর আসাম গিয়ে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিতে পারেন মমতা৷ সেখান থেকেই শিলং পৌঁছে মেঘালয়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বারো জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন৷ মেঘালয়ে এখন প্রধান বিরোধী দলও তৃণমূল৷ তাই মেঘালয়ে দলের সংগঠন বিস্তারে সাহায্য করতেই সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷