আজ যেমন তিনি নেই, তেমনি তাঁর বাড়ির সামনে একটাও হাত চিহ্নের পতাকার দেখা নেই। খোঁজ নেই কোনও কংগ্রেস নেতারও। বাবার জন্মদিনে প্রয়াত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দিলেন, কোথায় কংগ্রেস? পুরভোটে সমস্ত ওয়ার্ডেই জিতবে তৃণমূল।
প্রসঙ্গত, ঢাকুরিয়া ব্রিজের নিচ থেকে বাঁ হাতের রাস্তাটাই কবি ভারতী সরণী। দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় নিপোজান বৌদ্ধ মন্দির। ঠিক তার আগের ঝাঁ চকচকে অট্টালিকাটির দু’তলায় আজকের দিনে পা রাখা যেত না। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ির সেগুন কাঠের দরজার বাইরে থিকথিক করত অগণিত ভক্তের ভিড়।
ফি বছর ১১ ডিসেম্বরের জন্মদিনে খাওয়ার সঙ্গে চলত পুরনো দিনের বন্ধুদের সঙ্গে আড্ডা। জাতীয় স্তরের নেতারা তো বটেই, স্থানীয় কংগ্রেস নেতারাও হত্যে দিতেন দরজায়। কিন্তু ২০২০ সালের আগস্ট মাসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতির।
১৪ ডিসেম্বর কলকাতায় আসছেন অভিজিৎ। জানিয়েছেন, তৃণমূলের প্রার্থীদের হয়েই প্রচার করবেন। প্রণব-পুত্রের দাবি, আসন্ন পুরসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পাবেন তৃণমূল প্রার্থীরা। কারণ বাংলায় উন্নয়নের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়।